কলকাতায় মহিলাদের নিরাপত্তায় চালু নতুন কিয়স্ক, কলকাতা পুলিশ নাম দিল 'শের'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/12/2021   শেষ আপডেট: 14/12/2021 8:47 p.m.

জেনে নিন কিভাবে কাজ করবে এই শের কিয়স্ক

কলকাতা শহরে মহিলাদের সুরক্ষার জন্য এবারে নতুন করে তৎপর হলো কলকাতা পুলিশ। সম্প্রতি আলিপুর চিড়িয়াখানার সামনে মহিলাদের জন্য একটি সুপার কিওস্ক তৈরি করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ, যার পোশাকি নাম দেওয়া হয়েছে শের। এই কিওস্ক পরিচালনা করবেন মূলত পুলিশকর্মীরা। কোন মহিলা কখনো বিপদে পড়লে তাদের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন, অথবা ওই কিয়স্কের নির্দিষ্ট বুথে গিয়ে সরাসরি অভিযোগ করতে পারবেন লালবাজারের কন্ট্রোল রুমে।

কন্ট্রোল রুমের আধিকারিকদের সঙ্গে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন এই কিয়স্ক ব্যবহার করে। আপনারা কি ধরনের বিপদে পড়েছেন সেটাও সরাসরি জানাতে পারবেন কন্ট্রোল রুমে। আলিপুর চিড়িয়াখানার সামনের রাস্তায় মহিলাদের জন্য একটি সুপার কিয়স্কের উদ্বোধন করলেন কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মেঘারিয়া। তিনি জানালেন, 'মহিলা বা যেকোনো নাগরিক এই কিয়স্কে এসে কলকাতা পুলিশের কাছে তাদের অভিযোগ জানাতে পারবেন। সব সময় এই কিয়স্কে কলকাতা পুলিশের একজন অপারেটর থাকবে। এখান থেকে আলিপুর থানা কিংবা লালবাজারে সরাসরি ভিডিও কল কিংবা মেসেজ করতে পারবেন আপনারা। সেখানে আপনি সরাসরি লালবাজারের আধিকারিকদের কাছে আপনার অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ।'