বাম ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে ধুন্ধুমার, চলল পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস ও জলকামান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/02/2021   শেষ আপডেট: 11/02/2021 5:41 p.m.
twitter@cpim_westbengal

আন্দোলনকারীরা ডোরিনা ক্রসিংয়ে পৌঁছালে পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়

আজ বৃহস্পতিবার রাজ্যে শিল্প স্থাপন ও বেকারত্ব সহ একাধিক ইস্যুতে বাম ও কংগ্রেসের ১০ টি ছাত্র ও যুব সংগঠন নবান্ন অভিযান করার পরিকল্পনা করেছিল। সেই অনুযায়ী তারা আজ সকালে শান্তিপূর্ণভাবে কলেজস্ট্রিট থেকে তাদের মিছিল শুরু করে। তারা তাদের নির্দিষ্ট রুট দিয়ে নবান্নে যাওয়ার পথে ডোরিনা ক্রসিংয়ে পৌঁছালে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, তারা পুলিশদের মিষ্টিও স্যানিটাইজার দেওয়ার পর হঠাৎ করে ইচ্ছাকৃতভাবে পুলিশরা তাদের বেধড়ক মারতে শুরু করে। মহিলা পুলিশ ছাড়াই মেয়েদের ওপর লাঠিচার্জ করা হয়। এছাড়াও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। জলকামানের তোড়ে অনেক আন্দোলনকারী শ্বাসকষ্ট নিয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। বর্তমানে তাদের হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে আজ সকাল থেকেই বাম ছাত্র যুব সংগঠনের তরফে একাধিক ছাত্র হাওড়া ও শিয়ালদহ তে ভিড় জমায়। মিছিলের কথা জানতে পেরে কলকাতা পুলিশ নবান্ন চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলে। তারপর ছাত্র সংগঠনের মিছিল ডোরিনা ক্রসিং পৌঁছালে তাদের ওপর অতর্কিত আক্রমণ করে পুলিশ। পুলিশরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে ও যথেচ্ছ লাঠিচার্জ করে। এককথায় সকালবেলার শহর কলকাতা পুলিশ ও বাম যুব ছাত্রদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে।