নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ, আজ পুলিশের খপ্পরে ৪ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/05/2021   শেষ আপডেট: 20/05/2021 6:08 p.m.

ঘটনার ৩ দিন পর পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে

সোমবার সকাল থেকেই বঙ্গ রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে নারদ মামলা (Narada Case)। সিবিআই গোয়েন্দারা সাতসকালে চার হেভিওয়েট নেতার বাড়িতে ঢুকে তাদের গ্রেপ্তার করে নিজাম প্যালেস (Nizam Palace) ভবনে নিয়ে যায়। কিন্তু প্রিয় নেতাদের গ্রেপ্তারিতে তৃণমূল কর্মী সমর্থকরা নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি সিআরপিএফ জওয়ানদের সাথে তাদের খন্ডযুদ্ধ বেধে যায়। অতিমারির সময় এমন বিক্ষোভ নিয়ে বিস্তর জলঘোলা হয়। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার শেক্সপিয়ার থানার পুলিশ বিক্ষোভ করার জন্য মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে। তারা খিদিরপুর থেকে ৩ জন ও বেনিয়াপুকুর থেকে ১ জনকে গ্রেফতার করে।

আসলে গত সোমবার সিবিআই ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জিকে গ্রেপ্তার করলে সিবিআই প্রধান দপ্তর নিজাম প্যালেসের বাইরে অগণিত তৃণমূল কর্মী সমর্থক জমা হয়ে যায় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভে সিআরপিএফ জওয়ানদের সাথে হাতাহাতি লেগে গেলে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। সিআরপিএফের অভিযোগ যে তাদের লক্ষ্য করে বোতল ছোড়া হয়েছে এবং সাথে ইটপাটকেল ছোড়া হয়। এই ঘটনার ভিডিও ফুটেজ স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠানো হলে গতকাল অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। তারপর আজ মহামারী আইনের মামলা নিয়ে চারজনকে গ্রেপ্তার করে।