চাপের মুখে নতিস্বীকার! মেট্রোরেল উদ্বোধনে আমন্ত্রণ পাচ্ছেন মুখ্যমন্ত্রীও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/07/2022   শেষ আপডেট: 10/07/2022 5:57 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

আগামীকাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদহ বর্ধিত করিডোর উদ্বোধন হবে

কলকাতার ঐতিহ্যবাহী মেট্রোরেলের শিয়ালদহ সল্টলেক সেক্টর ফাইভ–এর মধ্যে নবনির্মিত রেলপথের উদ্ধোধন হবে কাল সোমবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হবে আজ‌ই। প্রসঙ্গত, ইতিমধ্যে এই রেলপথের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তবে এই পথে যাত্রী চলাচল শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে।

কিন্তু বিষয়টা এতটা সহজ ছিল না। রবিবার সকালেও জানা গিয়েছিল, মমতা নয় উদ্বোধন করতে আসছেন স্মৃতি ইরানী। আর এরপরেই আঙুল উঠেছিল কেন্দ্রের অসৌজন্যমূলক রাজনীতির পরিচয়। এই রেলপথ তৈরির মূল পরিকল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি রেলমন্ত্রী থাকাকালে এই মেট্রো রেলপথ তৈরির উদ্যোগ নেন। রেলপথ তৈরির জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহণ থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করে। কিন্তু সেই রেলপথ উদ্বোধনী অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ না জানানোয় স্বভাবতই ক্ষুব্ধ হয়েছিল বঙ্গবাসী।

আর এই কাদা ছোড়াছুড়িতেই প্রলেপ দিতে আসরে নামে মেট্রোরেল কর্তৃপক্ষ। পত্রপাঠ আজ‌ই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, "মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম, শিয়ালদহ এলাকার স্থানীয় হিসেবে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, মন্ত্রী অরূপ রায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ শাসক শিবিরের বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদকে আমন্ত্রণ জানানো হচ্ছে।" এছাড়াও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও।