কলকাতা মেট্রোরেল কর্মী ও তাঁদের পরিবারের দ্রুত টিকাকরণ হবে, ঘোষণা মেট্রো কতৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/07/2021   শেষ আপডেট: 13/07/2021 5:18 p.m.
কলকাতা মেট্রো ~Facebook

সম্প্রতি নিয়ন্ত্রিতভাবে সরকারি বিধিনিষেধ মেনে শুরু হয়েছে মেট্রো পরিষেবা

করোনা (Corona) সংক্রমনের দাপটে গত বছর থেকেই নাজেহাল গোটা বিশ্ব। চলতি বছরের শুরুতে ভারতে সংক্রামক ব্যাধির প্রভাব কিছুটা কমলেও এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সংক্রমণ এড়াতে বন্ধ ভারতীয় রেলের সব কটি জোনের রেল পরিষেবা। একই সিদ্ধান্ত নিয়ে কিছুদিন আগে অব্দি সম্পূর্ণ বন্ধ ছিল কলকাতা মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)। তবে চলতি মাসের শুরুর দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে নির্দিষ্ট মাত্রায় মেট্রো রেল পরিষেবা চালু করা হয়েছে। তবে ইতিমধ্যেই মেট্রোরেল কর্মীদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে কর্মীসহ তাদের পরিবারবর্গকে ভ্যাকসিন (Corona Vaccination) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। গতকাল অর্থাৎ সোমবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশি টিকাকরণ প্রসঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র বলেছেন, "সব মেট্রো কর্মী ও তাঁদের পরিবারকে টিকাকরণ এর আওতায় আনা হবে সরকারি নীতি মেনে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেককে টিকা দেওয়া হবে এবং এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।" অন্যদিকে মেট্রোরেলের আরেক কর্তা জানিয়েছেন, "আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে কর্মীদের স্বাস্থ্য। কর্মীরা করোনার মত সংক্রামক ব্যাধি থেকে যাতে নিজে এবং পরিবারকে রক্ষা করতে পারে সেটাই সুনিশ্চিত করা হচ্ছে। বাড়িতে কেউ সংক্রমিত হয়ে পড়লে কর্মীদের সংক্রমণ ঘটার আশংকা থাকে। বা কর্মীরা সংক্রমিত হয়ে বাড়িতে গেলে তাদের পরিবারের ক্ষতি হতে পারে। তাই সমস্ত ঝুঁকি থেকে মেট্রো কর্মীদের বাঁচাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।" প্রসঙ্গত উল্লেখ্য, কর্মীদের টিকাকরণ সম্পন্ন হলে মেট্রোর সংখ্যা বৃদ্ধি বিষয়ে ভাবনা চিন্তা করা হবে বলে জানা গিয়েছে।