আয়বৃদ্ধিতে কর্পোরেটের আওতায় আরও ন'টি মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/12/2020   শেষ আপডেট: 23/12/2020 4:49 p.m.
কলকাতা মেট্রো ~Facebook

আইএসএল এর পাশাপাশি ব্র্যান্ডিং হবে আরও সংস্থার

আয়ের চেয়ে ব্যয় বেশী, এমনটাই কার্যত দশা কলকাতা মেট্রোর। আর এই সমস্যার সমাধানে এবার আগের দুটি স্টেশনের পাশাপাশি আরও নটি স্টেশনকে বেসরকারি সংস্থার আওতায় আনবে মেট্রো।

প্রাক করোনা পরিস্থিতিতে দৈনিক সাত লক্ষ যাত্রীর যাতায়াত বর্তমানে কমে আনলক স্তরে দৈনিক দেড় লক্ষে নেমেছে। এখন উপরি করোনাবিধি মেনে পরিসেবা দিতে গিয়ে ২২৫ টাকা খরচ করে ১০০ টাকা উপার্জন হচ্ছে, এমনটাই আনুপাতিক হিসেব দেখায় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই আবার করোনা সংক্রমণ‌ ছড়িয়েছে মেট্রোর বেশ কিছু জায়গায়। ফলে সচেতন যাত্রীরা এড়িয়ে চলছেন মেট্রো। এমতাবস্থায় কর্পোরেট ব্র্যান্ডিং এর দিকেই ঝুঁকল মেট্রো। বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি, চাঁদনি চক, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী ও বরানগর, এই নয়টি স্টেশনে বিজ্ঞাপনী প্রচার চালাবে বেসরকারি সংস্থাগুলি। এর আগেই সল্টলেক স্টেডিয়াম ও সেক্টর ফাইভে ব্র্যান্ডিং হয়েছে। সল্টলেক স্টেডিয়ামে বিজ্ঞাপনদাতাদা আইএসএল এর মতোই বাকিগুলিতেও ব্র্যান্ডিং করবে নানা সংস্থা।