বাংলা সাহিত্যে ইন্দ্রপতন, চলে গেলেন কবি শঙ্খ ঘোষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/04/2021   শেষ আপডেট: 21/04/2021 6:53 p.m.
বাংলা সাহিত্যে ইন্দ্রপতন, চলে গেলেন কবি শঙ্খ ঘোষ Biswarup Ganguly - নিজের কাজ কর্তৃক, সিসি বাই ৩.০, https://commons.wikimedia.org/w/index.php?curid=15181215

"আমার দুঃখের দিন তথাগত আমার সুখের দিন ভাসমান! এমন বৃষ্টির দিন পথে-পথে আমার মৃত্যুর দিন মনে পড়ে।" শঙ্খ ঘোষ

বাংলা সাহিত্যের নক্ষত্র পতন হল। চলে গেলেন জীবনানন্দ পরবর্তী শক্তিশালী কবি শঙ্খ ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।

বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন কবি। বাড়ির বাইরে বের হতেন না। বার্ধক্যজনিত সমস্যায় ঘরের মধ্যেই থাকতেন। গত কয়েকদিন আগে গায়ে জ্বর থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলেন। ১৪ এপ্রিল রিপোর্টে জানা যায় তিনি করোনা পজিটিভ। এমনিতেই বয়সজনিত কারণে বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন, তার ওপর করোনা আক্রমণে শারীরিক পরিস্থিতি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হলে কবিকে ভেন্টিলেটরে দেওয়া হয়, যদিও শেষ রক্ষা হয়নি। ৮৯ বছরের করোনায় বলি হলেন কবি শঙ্খ ঘোষ।

সাহিত্য জীবনের প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে পরিচিত শঙ্খ ঘোষ বহু সম্মানে ভূষিত। ১৯৭৭ সালে 'বাবরের প্রার্থনা' কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন সাহিত্য অকাদেমি পুরস্কার। শুধু তাই নয়, রবীন্দ্র পুরস্কার, দেশের সর্বোচ্চ সাহিত্য সন্মান জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও তাকে পদ্মভূষণের সম্মানিত করা হয়েছিল। শঙ্খ ঘোষের মৃত্যুতে সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। শক্তি-সুনীল-উৎপল-শঙ্খ-বিনয় এই বাংলা সাহিত্যের পঞ্চপান্ডবের শেষ শাখা অমৃতলোকে চলে গেল।