"তৃণমূলের সময়কালে রাজ্যের কৃষকদের উপার্জন ৩ গুন বৃদ্ধি পেয়েছে", দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/01/2021   শেষ আপডেট: 11/01/2021 6:07 a.m.
চন্দ্রিমা ভট্টাচার্য facebook.com/AITCofficial

গোটা দেশে অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে কৃষকবন্ধু প্রকল্প এনেছে মমতা সরকার

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের গেরুয়া শিবির বারংবার শাসকদলকে এই বলে আক্রমণ করে যে তৃণমূল সরকার কেন্দ্র সরকারের সাথে সহযোগিতা করে না। রাজ্য বিজেপি ভোট প্রচারে গিয়ে প্রায় সবসময় দাবি করে যে বঙ্গের কৃষকরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছে না। তারা বঞ্চিত হচ্ছে একাধিক সুযোগ-সুবিধা থেকে। বিজেপির এই দাবি নস্যাৎ করে দিলেন আজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও তৃণমূল রাজ্য মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আজকে তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন।

আজকের তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে বাংলার কৃষকরা অন্যান্য রাজ্যের কৃষকদের তুলনায় অনেক বেশি সুযোগ-সুবিধা পায়। তিনি বলেন, "অন্য রাজ্যে শস্যবীমার প্রিমিয়াম দিতে হয় কৃষকদের। কিন্তু বাংলায় তা দেয় রাজ্য সরকার।" এছাড়াও তিনি জানিয়েছেন, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের কৃষকদের উপার্জন তিন গুণ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানিয়েছেন, "২০১১ সালে বাংলা কৃষকদের গড় আয় ছিল ৯০ হাজার টাকা। এখন সেটাই হয়েছে ২ লাখ ৯০ হাজার টাকা। তাছাড়াও মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য কৃষক বন্ধু স্কিম চালু করেছে। এর আওতায় থাকলে একর প্রতি কৃষকদের ৫০০০ টাকা করে দেওয়া হয়। এছাড়াও ১৮-৬০ বছর বয়সে কোন কৃষক মারা গেলে তার পরিবারকে ২ লাখ টাকা দেওয়া হয়। এরকম কৃষকবন্ধু প্রকল্প গোটা দেশে আর কোন রাজ্যে নেই।"