অক্সিজেন পাইপলাইনে জমেছে বরফ, চরম বিপত্তি বেলেঘাটা আইডি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/05/2021   শেষ আপডেট: 01/05/2021 5:18 p.m.
বেলেঘাটা আইডি হসপিটাল facebook.com/beleghataidbg/photos/241652226552795

আপাতত অন্য একটি পাইপলাইন দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে

পশ্চিমবঙ্গের কলকাতা শহরের বেলেঘাটা আইডি হাসপাতালের করোনা রোগীরা বড়সড় সমস্যার সম্মুখীন হয়েছে যেহেতু হঠাৎ করেই এই হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টের পাইপলাইনে বরফ জমে যায়। দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষ সেই পাইপলাইন মেরামত করার কাজে নেমে পড়েছে। জানা গিয়েছে শুক্রবার রাত থেকে বেলেঘাটা আইডি হাসপাতালের এই অক্সিজেন প্ল্যান্টে সমস্যা দেখা গিয়েছে। বারংবার অক্সিজেন সরবরাহকারী পাইপলাইনে বরফ জমে যাচ্ছে। তখন থেকে মেরামতি করার কাজ শুরু হয়েছে। তবে এখনো অব্দি পাইপলাইনের সমস্যার জন্য চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সরবরাহে কোন বাধা পড়েনি। অন্য প্ল্যান্ট থেকে আপাতত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

তবে চিকিৎসকরা জানিয়েছে যে এই সমস্যা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে রোগীদের সমস্যা হতে পারে। এখনও অব্দি তারা ঠিকমতো অক্সিজেন পাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই পাইপলাইন সারাইয়ের কাজে নেমে পড়েছে। এমনকি ঠিক না হলে ওই অক্সিজেন প্ল্যান্টে নতুন করে কয়েল বসানো হতে পারে।