বিশালাকার প্রস্টেটের সফল অস্ত্রোপচার, অনন্য নজির গড়ল কলকাতার হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/11/2021   শেষ আপডেট: 20/11/2021 4:28 p.m.

প্রস্টেট গ্রন্থি বেড়ে যাওয়ায় বন্ধ হয়েছিল ব্যক্তির মুত্র নিঃসরণ

স্বাভাবিক অবস্থায় সুস্থ একজন মানুষের প্রস্টেটের ওজন ২০ থেকে ৩০ গ্রাম। তবে সেই প্রস্টেটই বেড়ে ২৭০ গ্রাম হয়ে গিয়েছিল জামশেদপুরের শিবনারায়ণ দাসের। তিরাশি বছরের বৃদ্ধের প্রস্টেট গ্রন্থি এতোটাই বেড়ে গিয়েছিল যে একনাগাড়ে বেশ কয়েক মাস ধরে বন্ধ ছিল তাঁর প্রস্রাব। হাজারো ওষুধেও মেলেনি সুফল। তবে শেষপর্যন্ত অস্ত্রোপচারে অভাবনীয় সফলতা অর্জন করলেন কলকাতার ফর্টিস হাসপাতালের চিকিৎসকরা। বৃদ্ধের প্রস্টেট দেখে চিকিৎসকদের মন্তব্য, ‘পূর্ব ভারতে অস্ত্রোপচার হওয়া বৃহত্তম প্রস্টেট গ্রন্থি এটিই’।

বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের প্রস্টেট গ্রন্থি। শরীরে হরমোনের তারতম্যের জন্যই ঘটে এমন ঘটনা। আমাদের রাজ্যেই প্রতি তিনজনের একজন ভোগেন প্রস্টেটজনিত সমস্যায়। যার ফলে কখনও রোগী প্রস্বাব চেপে রাখতে পারেন না। আবার কখনও কমে যায় প্রস্বাবের গতি, যার চরমতম পর্যায়ে বন্ধই হয়ে যায় রোগীর প্রস্বাব। চিকিৎসাক্ষেত্রে যা পরিচিত বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেশিয়া নামে।

জামশেদপুরের শিবনারায়ণবাবুর ক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা। বেশ কয়েকমাস ধরে প্রস্বাবজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এমনকি বন্ধ হয়ে গিয়েছিল তাঁর প্রস্বাবও। ওষুধ-পথ্যে কোনও সুফলই মেলেনি বছর তিরাশির ঐ বৃদ্ধের। এমতাবস্থায় রোগ নিরাময়ের উদ্দেশ্যে তিনি আসেন কলকাতায়। দক্ষিণ কলকাতার ফর্টিস হাসপাতালে চলে তাঁর অস্ত্রোপচার। প্রস্টেটের সমস্যার পাশাপাশি সিওপিডি এবং কার্ডিওমায়োপ্যাথির সমস্যাতেও ভুগছেন ঐ বৃদ্ধ। সেজন্য তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে চিন্তিত ছিলেন খোদ চিকিৎসকরাও। তবে অবশেষে হলমিয়াম লেসার প্রস্টেট সার্জারি পদ্ধতিতে বিনা রক্তপাতেই অস্ত্রোপচার করা হয় তাঁর। অস্ত্রোপচারের শেষে সাফল্যও মেলে, যা এককথায় নজিরবিহীন।