পার্থ চট্টোপাধ্যায়ের এক পরিচিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা, ২০টি মোবাইল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/07/2022   শেষ আপডেট: 22/07/2022 8:51 p.m.
twitter.com/dir_ed/

ওই ফোনগুলি থেকে কাদের সঙ্গে যোগাযোগ করা হত তা তদন্ত করে দেখবে ইডি ও সিবিআই

আজ ইডির (ED) তল্লাশিতে বড় সাফল্য। ইডি সূত্রে খবর, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিতা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোন। ওই ফোনগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ফোনগুলি থেকে কাদের সঙ্গে যোগাযোগ করা হত তা তদন্ত করে দেখবে ইডি ও সিবিআই।

ইডির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে টাকা উদ্ধারের খবর প্রকাশ করা হয়েছে। ইডি সূত্রে আরও দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে এই টাকার।

অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যে পার্থবাবুর ঘনিষ্ঠতা রয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুঁসো চলছিল অনেক দিন ধরেই। উল্লেখ্য, SSC নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৪টি জায়গায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালায়। এ দিকে ৯ ঘণ্টা পার হয়ে গিয়েছে, তবুও পার্থ চট্টোপাধ্যায়কে এখনও ইডি-জিজ্ঞাসাবাদ চলছে। 

ইডির তরফে জানানো হয়েছে, এত টাকা উদ্ধার হতে পারে তা আন্দাজও ছিল না গোয়েন্দাদের। ফলে টাকা উদ্ধার হওয়ার পর ব্যাঙ্কের অফিসারদের ডাকা হয়েছে তা গোনার জন্য।