গাড়িতে বাতি লাগানো নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের, একনজরে দেখে নিন 'যোগ্য'দের তালিকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/07/2021   শেষ আপডেট: 23/07/2021 11:19 p.m.

শেষবার ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকায় সংশোধন করে রাজ্য পরিবহন দপ্তর

মন্ত্রী হোক বা সরকারী আধিকারিক, দেখে চেনার উপায় হল, তাঁদের গাড়ির মাথায় লাগানো লাল/নীল বাতি। কিন্তু বর্তমানে ভুয়ো আধিকারিকের রমরমানিতে জেরবার হয়ে গাড়িতে বাতি লাগানো নিয়ে কার্যত নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী কেবল ১৪ জন সরকারী পদাধিকারীকেই লাল/নীলবাতি লাগানোর অধিকার দিলো সরকার। পরিবহন দপ্তরের থেকে সোমবার পুলিশের কাছে জানতে চাওয়া হয়, ঠিক কারা কারা তাঁদের গাড়িতে বাতি লাগানোর যোগ্য? জবাবে আজ এই নির্দেশিকা জারি করে রাজ্য পরিবহন দপ্তর।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কেবল ১৪ জন সরকারী মন্ত্রী-আধিকারিকই তাঁদের গাড়িতে বাতি ব্যবহারের যোগ্য। তাঁদের লিস্ট-ও প্রকাশ করেছে রাজ্য পরিবহন দপ্তর। তাঁরা হলেন –

  • মুখ্যমন্ত্রী ও রাজ্যের অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রী
  • রাজ্যের মুখ্য সচিব
  • অতিরিক্ত মুখ্য সচিব
  • ডিভিশনাল কমিশনার
  • রাজ্য পুলিশ ডিজি
  • দমকলের ডিজি
  • আয়কর ও শুল্ক দপ্তরের মুখ্য আধিকারিক
  • পুলিশের আইজি ও ডিআইজি
  • জেলাশাসক
  • মিউনিসিপাল কমিশনার
  • পশ্চিমবঙ্গ পুলিশের কমিশনার/ অ্যাডিশনাল কমিশনার/ জয়েন্ট কমিশনার/ ডেপুটি কমিশনার
  • জেলার পুলিশ সুপার
  • এসডিও অফিসার (সিভিল ও পুলিশ)
  • পুলিশের পেট্রলিং ভ্যান

এর আগে ২০১৪ সালে শেষ বারের জন্য সংশোধন করেছিল রাজ্য পরিবহন দপ্তর। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৯ জন কে বিশেষ এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল সে সময়। সাত বছর পরে পুনর্বিবেচনা করে ফের সেই সংখ্যাটা কমিয়ে ১৪-এ নামিয়ে আনল সরকার।