কলকাতা মেডিক্যাল কলেজের করোনা বিল্ডিংয়ে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/03/2021   শেষ আপডেট: 17/03/2021 9:31 a.m.

বৌবাজার পুলিশ সহ দমকলের চারটি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন

ফের একবার মহানগরীর বুকে অগ্নিকান্ড ! এবার কলকাতা মেডিক্যাল কলেজের করোনা বিল্ডিংয়ে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আগুন। স্বস্তির বিষয়, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিভাগীয় রোগীদের নিরাপদে অন্য স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে কীভাবে লাগল আগুন, এখনো নির্ণয় করা যায়নি।

ঠিক কি হয়েছে আজ সকালে? সূত্রের খবর, আজ ভোর পাঁচটা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজের এসএসবি বিল্ডিং বা করোনা বিল্ডিং থেকে ধোঁয়া নির্গত হতে দেখেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় তড়িঘড়ি দমকল বিভাগে খবর দিলে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। বৌবাজার থানার পুলিশবাহিনীও হাসপাতালে পৌঁছায়। রোগী ও রোগীর পরিবারের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক দেখা দিলে ওই ওয়ার্ড থেকে তাদের সরানো হয় এবং সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করা হয়। কোনোপ্রকার হুড়োহুড়ি যাতে না হয়, তাও সযত্নে পরিচালনা করে কর্তৃপক্ষ। বেশ কিছুক্ষণ দমকলকর্মীদের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

কোনোপ্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। সকলে নিরাপদে আছেন।তবে কী থেকে এই অগ্নিসংযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে।