যাদবপুরের আইআইসিবি গবেষণাগারে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2022   শেষ আপডেট: 28/03/2022 6:01 p.m.

কেউ আটকে আছে কিনা তাও এখনও জানা যায়নি

ফের অগ্নিকাণ্ড কলকাতায়। আজ ভরদুপুরে আগুন লাগল ইন্ডিয়ান ইন্সস্টিটিইট অফ কেমিক্যাল বায়োলজি’‌র (আইআইসিবি) রসায়নের গবেষণাগারে। মুহুর্তেই কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। আপাতত হতাহতের কোনও খবর নেই। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন কাজ করছে। তবে কী করে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড? তা এখনও স্পষ্ট নয়। প্রথম সারির এক সংবাদমাধ্যমকে আইআইসিবি'র এক কর্মী জানান, "দুপুরে গবেষণাগার থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে।"

ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার পরই বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বিষাক্ত ওই ধোঁয়ার জেরে প্রত্যেকের চোখ জ্বালা করছে। অন্যদিকে, গবেষণাগারের সিলিন্ডার ফেটে বিস্ফোরণের শব্দ শোনা যেতেই আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া এবং কর্মীদের মধ্যে। এখানে কেউ আটকে আছে কিনা তাও এখনও জানা যায়নি।

দমকল সূত্রে খবর, এই আগুন কি করে লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে পূর্ণাঙ্গ তদন্ত চলবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন যাদবপুর থানার ওসি এবং স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস।