ফের বিধ্বংসী অগ্নিকান্ড জোকায়, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/02/2021   শেষ আপডেট: 03/02/2021 4:15 p.m.

দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

ফের সকাল সকাল কলকাতা শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। কলকাতার জোকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ড আবারো বাগবাজার অগ্নিকাণ্ডের স্মৃতি উস্কে দিল। সূত্র মারফত জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার সকালে জোকায় রাস্তার ধারের ঝুপড়িতে আগুন লেগে যায়। তারপর আগুন ক্রমশ ছড়িয়ে যায়। কারণ সেখানে কয়েকটি প্লাস্টিকের দোকান ছিল। কিছুক্ষণ বাদেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় এলাকার অনেকগুলি ঝুপড়ি। ঘিঞ্জি এলাকায় হাওয়ায় আগুন লাগায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, সকাল ৮ টায় আগুন লাগার সাথে সাথেই স্থানীয় এলাকাবাসীর জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন বেশি মাত্রায় ছড়িয়ে পড়ায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। তারপর তারা সঙ্গে সঙ্গেই দমকলকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ধোয়াশা রয়ে গিয়েছে যে ঠিক কি কারণে আগুন লেগেছিল। স্থানীয়রা দাবি করেছে ইলেকট্রিকের তারের আগুন থেকে তাদের এলাকায় ঝুপড়িতে আগুন লেগে যায়। তবে পুরো ঘটনার খতিয়ে তদন্ত করছে ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রসঙ্গত, সকালের অগ্নিকাণ্ডে কোন হতাহতের খোঁজ পাওয়া যায়নি।