বড়বাজারের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে উপস্থিত সুজিত বসু ও ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/06/2021   শেষ আপডেট: 22/06/2021 7:48 a.m.
~pexels

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি

শহর কলকাতার বুকে আবারো বিধ্বংসী অগ্নিকান্ড। সোমবার সন্ধ্যায় বড় বাজারের বনফিল্ড লেনের একটি গুদামে বিধ্বংসী আগুন লাগে। প্রথমে ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও তিনটি ইঞ্জিন এসে আগের ইঞ্জিনগুলিকে সাহায্য করা শুরু করে। সর্বমোট দমকলের ১০টি ইঞ্জিন দীর্ঘক্ষণের লড়াই চালিয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম বললেন, "এই জায়গায় রাসায়নিকের কাজ হয়। এই গুদামে একাধিক দাহ্য পদার্থ রয়েছে। এই কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। উপরে রাখী তৈরি হয়, আগুন বর্তমানে সেই জায়গায় ছড়িয়ে পড়েছে। দমকল এখনও সেখানে ঢুকতে পারেনি।" রাত ১০:১৫ নাগাদ শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এসেছে

গুদামটির দোতলায় প্রথমে আগুন লেগেছিল বলে খবর। তবে এখনো পর্যন্ত আগুনের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘিঞ্জি এলাকায় হবার কারণে দমকলের প্রথমে প্রবেশ করতে একটু সমস্যা হচ্ছিল। আগুনের উৎসস্থলে প্রবেশ করতে দমকলকে বেশ বেগ পেতে হয়েছে। ঘটনাস্থলে সুজিত বসু এসে উপস্থিত হয়েছেন। গ্যাস কাটার দিয়ে গুদামঘরের শাটার কেটে তারপর তিন ঘণ্টা ধরে লাগাতার প্রচেষ্টায় দমকল আগুন নেভাতে পেরেছে। এখনো ধোঁয়া রয়েছে সারা এলাকায়। এই আগুন লাগার কারণ বর্তমানে খতিয়ে দেখছে দমকল।