"হোটেল, লজ বা বিয়েবাড়িতে বহিরাগত থাকতে পারবে না", কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/03/2021   শেষ আপডেট: 29/03/2021 9:49 p.m.
নির্বাচন কমিশন

তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বাংলায় বহিরাগত আসার অভিযোগ জানাচ্ছে

একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত শনিবার বাংলার ৫ টি রাজ্যে ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফা নির্বাচন হয়। এই প্রথম দফা নির্বাচনে জেলাগুলিতে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এরপর ১ লা এপ্রিল নন্দীগ্রাম কেন্দ্রে ভোট নিয়ে বঙ্গ রাজনীতি সরগরম হয়ে আছে। তবে এই নির্বাচনের মাঝে বারংবার বহিরাগত ইস্যু নিয়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব বাড়ছে। তাই এবার তৃণমূল কংগ্রেস দ্বিতীয় দফা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। এবার নির্দেশিকা অনুযায়ী, প্রচার শেষে হোটেল, লজ বা বিয়েবাড়িতে এবার বহিরাগতরা থাকতে পারবে না। এমনকি কোন এলাকায় বাইরে থেকে কারা আছে তার দিকে আলাদা ভাবে নজর রাখতে হবে থানাগুলিকে।

আগামী ১ লা এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন আছে। এই দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম সহ দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। কিন্তু তার আগে বারংবার তৃণমূল কংগ্রেস বহিরাগত ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছে। তাদের দাবি, পূর্ব মেদিনীপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে প্রচুর পরিমাণে লোক এসেছে। এ ছাড়া বাইরের মসজিদের সাথে প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী আসছে এবং শুভেন্দু অধিকারীর নাম করে রাজ্যে গুন্ডাবাহিনী ঢুকে যাচ্ছে। তারা সবাই বহিরাগত। তাই সমস্যা সমাধান করতে নির্বাচন কমিশন নয়া নির্দেশিকা জারি করেছে যাতে ভোটপ্রচারের কাজে আসা বহিরাগতরা কোন লজ, বিয়েবাড়ি বা হোটেলে থাকতে পারবে না।