ভোটের মুখেই রাজ্য পুলিশের ডিজি বদল করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/03/2021   শেষ আপডেট: 10/03/2021 9:55 a.m.
নির্বাচন কমিশন

ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দায়িত্ব দেওয়া হবে নীরজনয়ন পান্ডেকে

আবারও নির্বাচন কমিশনের হস্তক্ষেপে বদল হতে চলেছে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি পদপ্রধাণ : রাজ্য পুলিশের ডিজি। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন যাতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান ডিজি পদাধিকারী বীরেন্দ্র কুমারকে সরিয়ে অতি সত্বর দায়িত্ব তুলে দিতে হবে নতুন ডিজি নীরজনয়ন পান্ডের হাতে। একইসাথে আরও বলা হয়েছে, নির্বাচনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ আছে এমন কোনো পদেই বীরেন্দ্রকে বসানো যাবেনা। আর নির্বাচন কমিশনের এই নির্দেশকে কার্যত মান্যতা দিয়ে আজই নীরজনয়ন পান্ডেকে আনুষ্ঠানিকভাবে ডিজি পদে আসীন করবে রাজ্য, নবান্ন সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক হিসেবে দীর্ঘদিন কাজ করা এই বীরেন্দ্রকে কেন বদল করল কমিশন? একইভাবে এর আগে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অব্যবহিত পরেই এডিজি জাভেদ শর্মাকে সরিয়ে দমকল বিভাগে পাঠানো হয়, আর সেখান থেকে জগমোহনকে এনে এডিজি করা হয়। দুক্ষেত্রেই অপসারিত বা বদলিদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে বিরোধীরা, আর তাই সমস্ত রকমের প্রশ্নচিহ্ন আগে থেকেই নির্মূল করে সুস্থ নিরাপদ ভোটপ্রক্রিয়া সম্পন্ন করতেই এ জাতীয় পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বীরেন্দ্র নিযুক্ত থাকাকালীন ডিজি ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ। সুরজিৎবাবুর অবসরপ্রাপ্তিতে ডিজির দায়িত্ব পান বীরেন্দ্র কুমার, যে পদটি আজ থেকে সামলাবেন একদা সিবিআই আধিকারিক নীরজনয়ন পান্ডে।