শতাব্দী রায় এবং কুণাল ঘোষের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, ভোটের মুখেই বড় পদক্ষেপ সারদাকাণ্ডে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/04/2021   শেষ আপডেট: 04/04/2021 4:40 a.m.
শতাব্দী রায় ও কুনাল ঘোষ

কুনাল ঘোষের প্রায় তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

নীল বাড়ি দখলের লড়াই একেবারে তুঙ্গে। তার মধ্যেই এবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রহণ করলে একটি বিশাল বড় পদক্ষেপ। সম্প্রতি ইডি বাজেয়াপ্ত করল তৃণমূল সাংসদ অভিনেত্রী শতাব্দি রায়, প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এবং সারদা কর্তা সুদীপ্ত সেনের অন্যতম সহযোগী দেবযানী মুখোপাধ্যায় এর সম্পত্তি। শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টুইট করে সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা করে দিয়েছে। তারা জানিয়েছে, কুনাল ঘোষের প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে। সারোদা থেকে পাওয়া অর্থ চলতি মরশুমে কুনাল ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু শতাব্দী রায়ের কাছ থেকে কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেটা কিন্তু এখনো জানাননি এনফর্সমেন্ট ডিরেক্টরেট এর বড় কর্তারা।

আপনারা সকলেই জানেন সারদা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সাংসদ শতাব্দী রায়। অন্যদিকে, কুনাল ঘোষ ছিলেন সারদা কোম্পানির গ্রুপ মিডিয়া এর সিইও। দেবজানি মুখোপাধ্যায় ছিলেন সারদা-কর্তার সহযোগী। ফলে এই তিনজনের কাছে সম্পত্তি থাকার সম্ভাবনা ছিল প্রবল। এই পদক্ষেপের উপর ভিত্তি করেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করল। মনে করা হচ্ছে এবারে সিবিআই তাদের বিরুদ্ধে কোন বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ করতে পারে। বরাবর সারদা কাণ্ড নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তুলে এসেছে বিরোধী দলগুলি। আর ভোটের আগে, সারদার টাকা নিয়ে ইডির এই সম্পত্তি বাজেয়াপ্তের ঘটনা, বিরোধী পক্ষকে বেশ কিছুটা অক্সিজেন দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।