SSC মামলায় নয়া মোড়, সিবিআইয়ের পর নিয়োগ দুর্নীতি মামলায় জোড়া এফআইআর ইডি-র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/06/2022   শেষ আপডেট: 28/06/2022 12:05 p.m.
SSC পরীক্ষার্থীদের বিক্ষোভ @twitter

আর্থিক দুর্নীতির শেকড় খুঁজতে সিবিআইয়ের পর এবার মাঠে ইডি, দায়ের জোড়া এফআইআর

এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাথমিক দুর্নীতি মামলায় এবার জোড়া এফআইআর দায়ের করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট বা ইডি। এতদিন সিবিআইয়ের তরফে এফআইআর দায়ের করে তদন্ত চলছিল, এবার সেই আসরে নেমে পড়ল ইডি। সূত্রের খবর, আলাদা আলাদা দু'টি এফআইআর দায়ের হয়েছে। এই মামলায় আগেই ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের ২ জনকে ডাকা হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। বিরোধী দলগুলি বারবার এ নিয়ে অভিযোগ করেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছিলেন, আমাদের রাজ্যের প্রতিটি যুবক যাঁরা চাকুরিপ্রার্থী, তাঁরা এটা বুঝে গেছেন, পিএসসি, সিএসসি, এসএসসি, বন দফতর, গ্রুপ ডি, টেট সব ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে। নিয়োগ নেই, নিয়োগ বন্ধ। যা নিয়োগ হচ্ছে তাতে ৮০ ভাগ দুর্নীতি। এই দুর্নীতির হাত অনেক লম্বা। এই দুর্নীতি কালীঘাট থেকে নবান্ন পর্যন্ত বিস্তৃত। ইডি-র এফআইআর দায়ের করে তদন্তের ঘটনায় কার্যত সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগে শিলমোহর পড়ল বলছেন ওয়াকিবহাল মহল।

সম্প্রতি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছে। সেই চাকরি পেয়েছেন মামলাকারী ববিতা সরকার। মামলাকারীদের একাংশ বারবার অভিযোগ করেছেন, এসএসসি, প্রাইমারি-সহ একাধিক নিয়োগে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের মদতে এই দুর্নীতি সংঘটিত হয়েছে, এমন মন্তব্য বিরোধীদের করতে দেখা গিয়েছে। সিবিআইয়ের পর ইডি-র এফআইআর দায়ের করে তদন্তের ঘটনায় সেই কথাই স্পষ্ট হল বলছেন রাজনৈতিক মহল।

সূত্রের খবর, আপাতত একটি স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে ইডি। উল্লেখ্য, আগেই হাইকোর্টের নির্দেশে সিবিআই গোটা বিষয়টির তদন্ত করছিল। এবার আর্থিক বিষয়টি খতিয়ে দেখতে কোথায়, কীভাবে টাকার লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখতে আসরে নামল ইডি।