আগামী সপ্তাহ থেকে কিছু সময়ের জন্য মেট্রো ই-পাস লাগবেনা পুরুষ যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/12/2020   শেষ আপডেট: 14/12/2020 4:33 p.m.
@twitter

মেট্রোর সংখ্যাও বাড়াতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ

মেট্রো যাত্রীদের জন্য সুখবর! সোমবার থেকে বাড়ল মেট্রোর সংখ্যা। রবিবার পর্যন্ত যেখানে মেট্রো চলছিল ২০৪ টি। সোমবারে সংখ্যাটি বেড়ে ২১৬ হয়েছে। প্রতিটি মেট্রোর মাঝের সময়ও কমানো হয়েছে। সাত মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে মেট্রো। এছাড়া আগামী রবিবার থেকে পুরুষ যাত্রীরা কিছু সময়ের জন্য মেট্রো ই পাস এর ক্ষেত্রে ছাড় পাবেন। সকাল ৭টা থেকে ৮.৩০ এবং রাত ৮ টা থেকে ৯.৩০ পর্যন্ত পুরুষ যাত্রীদের ই-পাস লাগবেনা। তবে মহিলা, বয়স্কা এবং শিশুদের ক্ষেত্রে কোন ই-পাস লাগবেনা সারাদিন।

মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, মেট্রো চালু হওয়ার পর থেকে যাত্রী সংখ্যা অনেক কম ছিল। মহিলা এবং শিশুদের ই পাস তুলে দেওয়ার পর যাত্রী সংখ্যা অপেক্ষাকৃত বেড়েছে। এবার পুরুষ যাত্রীদের ই পাস তুলে দিলে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।