অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বইমেলা!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/12/2020   শেষ আপডেট: 27/12/2020 4:54 p.m.
instagram

বইমেলার পরবর্তী সময়সূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছে বইমেলার আয়োজক সংস্থা

করোনার জন্য সমস্ত জমায়েত পূর্ণ অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। এবার বন্ধ হল কলকাতা আন্তর্জাতিক বইমেলাও। প্রতিবছর জানুয়ারী মাসেই বইমেলা অনুষ্ঠিত হয়। বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, মূলত এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই বইমেলা পিছোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বইমেলার পরবর্তী সময়সূচী জানিয়ে দেওয়া হবে।

এইবছরের ৪৫তম আন্তর্জাতিক বইমেলা আগামী ২৭শে জানুয়ারী ৭ই ফেব্রুয়ারী পর্যন্ত চলার কথা ছিল। এবছর বইমেলার থিম হত বাংলাদেশ। বাংলাদেশের সরকারও পরিকল্পনা করেছিলেন যে এই বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে উদযাপন করার। কিন্তু সেই পরিকল্পনাতেও আপাতত বাধ সেধেছে করোনা। ত্রিদিব বাবু জানান, গত মার্চ মাস থেকে কোভিডের -১৯ জন্য আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ আছে। অনেক ইউরোপীয় দেশ ইতিমধ্যেই দ্বীতিয় বার লকডাউন ঘোষণা করেছে। এমনকি লন্ডন, আমেরিকা,প্যারিসের আন্তর্জাতিক বইমেলাগুলিও পিছিয়ে দেওয়া হয়েছে। তবে সমস্ত বইপ্রেমী মানুষদের একবারে নিরাশ করেনি বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি ঠিক হলে ২০২১এর কোনো একটি সময়ে করা হবে।