পথেই মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট দেবে ডিসচার্জ করা হাসপাতাল, নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্যদপ্তরের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/01/2021   শেষ আপডেট: 17/01/2021 6:19 p.m.

রাজ্য স্বাস্থ্যদপ্তর ১৯৬৯ সালের বার্থ এন্ড ডেথ অ্যাক্ট অনুযায়ী নতুন নির্দেশিকা জারি করেছে

রোগীমৃত্যুর পর তার ডেথ সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা সমাধান করে আজ রাজ্য স্বাস্থ্যদপ্তর এক নয়া নির্দেশিকা প্রকাশ করেছে। সাধারণত এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় রোগীমৃত্যুর ঘটনা প্রায়শই হয়ে থাকে। সেই ক্ষেত্রে রাস্তায় রোগীর মৃত্যু হলে নতুন হাসপাতাল যেমন মৃতের ডেথ সার্টিফিকেট দিতে চায় না আবার পুরনো ডিসচার্জ করা হাসপাতালও ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করে। এর ফলে প্রচন্ড সমস্যায় পড়তে হয় নিহত রোগীর পরিজনেরা। সমস্যা সমাধানের জন্য রাজ্য স্বাস্থ্যদপ্তর ১৯৬৯ সালের বার্থ এন্ড ডেথ অ্যাক্ট অনুযায়ী নতুন নির্দেশিকা জারি করেছে।

রাজ্য স্বাস্থ্যদপ্তর নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, কোন রোগীর পরিবার প্রয়োজন মনে করলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতেই পারে। সেক্ষেত্রে রাস্তার মাঝে যদি ওই রোগীর মৃত্যু হয় তাহলে ডিসচার্জ করা হাসপাতাল রোগীকে ডেথ সার্টিফিকেট দিতে বাধ্য। নতুন হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর পর কোন দায়ভার নেবে না। রাজ্য স্বাস্থ্যদপ্তরের এই নয়া নির্দেশিকা নিহত রোগীর পরিজনদের হয়রানির হাত থেকে বাঁচাবে, তা বলা বাহুল্য।