যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রছাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/12/2020   শেষ আপডেট: 16/12/2020 5:49 p.m.
(ডানদিকে) অধ্যক্ষ ওম প্রকাশ মিশ্র বিক্ষোভ চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে। নিজস্ব চিত্র

বিশ্ববিদ্যালয়ের আর্টস বিভাগের প্রধান অধ্যক্ষ ওম প্রকাশ মিশ্রের নামে অভিযোগ।

অতিমারির এই বিপর্যস্ত সময়ে কলেজে অ্যাডমিশন নেওয়া নিয়ে ছাত্র ছাত্রীরা বহুদিন ধরেই চিন্তিত বিগতমাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হলেও বহু ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়া হয়ে ওঠে নি। তবে এইবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন কে কেন্দ্র করে পড়ুয়ারা বিক্ষোভে সামিল।

এককালীন কংগ্রেস নেতা এবং বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির প্রধান অধ্যক্ষ ওম প্রকাশ মিশ্রের নামে অভিযোগ। আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট উনিয়নের কয়েকজন সদস্য ভর্তি এবং অন্যান্য সমস্যার সমাধান সংক্রান্ত বিষয় নিয়ে একটি চিঠি নিয়ে তার কাছে যান। সেসময় অধ্যক্ষ তাদের কথায় কোনো সাড়া না দিলে, পরিস্থিতি উত্তপ্ত হয়। ছাত্র ছাত্রীদের ধাক্কা দিয়ে পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে, ওনাকে প্রশ্ন করা হয়। তবে তিনি কোনোভাবেই মানতে বাধ্য নন, সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তবে, অধিকাংশ পড়ুয়াদের থেকে গায়ে হাত তোলার অভিযোগ শোনা যায়।

নিজস্ব চিত্র