কলকাতা ময়দানের তিন প্রধান-সহ অর্থনীতিবিদদের বঙ্গবিভূষণ দেবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/07/2022   শেষ আপডেট: 24/07/2022 1:46 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

বাংলা চলচ্চিত্রের যশস্বী অভিনেতা হিসাবে বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন দেব অধিকারী

আগামীকাল ২৫ জুলাই রাজ্যের তরফে বঙ্গবিভূষণ তুলে দেওয়া হবে সম্মানীয় ব্যক্তিদের। গতকাল কলকাতা ময়দানের তিন প্রধানকে বঙ্গবিভূষণ সম্মান দেবে রাজ্য সরকার। জানা যাচ্ছে, আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান কর্তাদের হাতে এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই নজরুল মঞ্চে সাজো সাজো রব। শুক্রবারই মুখ্যমন্ত্রী তিন ক্লাবের সভাপতিকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতেই ভারতীয় ফুটবলে বিশেষ অবদানের জন্য তিন ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই সঙ্গে শোনা যাচ্ছে, বাংলা চলচ্চিত্রের যশস্বী অভিনেতা হিসাবে বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন দেব অধিকারী।

-

শুধু দেব নয় এই সম্মানে সম্মানিত হবেন তিন বিশিষ্ট অর্থনীতিবিদ অর্মত্য সেন, কৌশিক বসু ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।এছাড়াও ভারতের উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহাকেও বাংলার ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হবে এই সম্মান।