প্রয়াত 'বাঁটুল দি গ্রেট' স্রষ্টা নারায়ণ দেবনাথ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/01/2022   শেষ আপডেট: 18/01/2022 11:41 a.m.
নারায়ণ দেবনাথ By Kushal Das - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=75028879

২৫ দিনের লড়াই শেষ, না ফেরার দেশে পাড়ি

৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। বেলভিউ হাসপাতালে (Belle Vue Hospital Kolkata) ২৫ দিনের লড়াই শেষ, পাড়ি দিলেন না ফেরার দেশে। হাসপাতাল সূত্রে খবর সকালে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় প্রবীণ কার্টুনিস্টের (Cartoonist Narayan Debnath)। সকাল ১০.১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Narayan Debnath Passes Away)।

প্রবীণ লেখক শিল্পী ও প্রবাদপ্রতিম কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ এর আচমকা অতি সংকটজনক অবস্থা। সকালে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় এই প্রবীণ কার্টুনিস্টের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রক্তচাপ প্রবলভাবে ওঠা-নামা করছিল সাথে শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল তাঁর।

হাসপাতাল সূত্রে খবর শিল্পীর বয়স হয়েছিল এবং বার্ধক্যজনিত বিভিন্ন থেরাপিও চলছিল তাঁর। গতকাল সন্ধে থেকে অবস্থার উন্নতি হচ্ছিল কিন্তু আজ সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে, ভেন্টিলেশনেই ছিলেন তিনি। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল হাসপাতালের তরফে৷ কিন্তু ব্যর্থ বেলভিউ এর মেডিক্যাল টিম৷ ভালো থাকুন স্বর্গীয় জগতে, না ফেরার দেশে।