ফেব্রুয়ারি মাসের শুরুতে খুলছে কলকাতা বিশ্ববিদ্যালয়, হবে ম্যারাথন প্র্যাকটিক্যাল ক্লাস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/01/2021   শেষ আপডেট: 25/01/2021 9:54 p.m.
কলকাতা বিশ্ববিদ্যালয় @caluniv

সাড়ে ৩ মাসের প্র্যাকটিক্যাল সিলেবাস ১০-১২ দিনে শেষ করা হবে

গতবছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিকের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। কিন্তু এবার সম্প্রতি শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে স্কুল-কলেজ খুলতে পারে। এরইমাঝে কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কলেজের দরজা খুলে দিল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি প্রথম দিক থেকে শুধুমাত্র প্রাকটিক্যাল ক্লাস হবে। তবে আপাতত শুধুমাত্র স্নাতকোত্তর ও গবেষক পড়ুয়াদের জন্য কলেজ খুলছে। এই সময় কলেজ চালু হলে ১০-১২ দিনের মধ্যে সাড়ে ৩ মাসের প্র্যাকটিক্যাল সিলেবাস সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে দিন রাত মিলিয়ে দুবেলা প্র্যাকটিক্যাল ক্লাস চলতে পারে। সকাল থেকে ক্লাস শুরু হয়ে শেষ হবে রাত্রিবেলা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে করোনা পরিস্থিতি মাথায় রেখে কোভিড বিধি মেনে চলা আবশ্যক। সংক্রমণের হাত থেকে বাঁচতে ১০-১২ দিন ধরে এক একটি ব্যাচের প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে। এছাড়াও এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন হোস্টেলে খুলবে না। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় উপদেশ দিয়েছে যাতে পড়ুয়ারা নিকটবর্তী কোন আত্মীয় বা বন্ধুর বাড়িতে থেকে প্র্যাকটিক্যাল ক্লাস করে।