ভোট-পরবর্তী হিংসায় জেরবার বাংলা, স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/05/2021   শেষ আপডেট: 07/05/2021 6:15 p.m.
কলকাতা হাইকোর্ট

ভোট-পরবর্তী হিংসায় ১৬ জনের মৃত্যু হয়েছে বাংলায়

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা থাকলেও তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানে বিজেপিকে পিছনে ফেলে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে। তবে ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার খবর সামনে আসছে। এবার এই বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবারের মধ্যে স্বরাষ্ট্রসচিব দপ্তরকে হলফনামা আকারে রিপোর্ট পেশ করতে হবে। আসলে ভোটগণনার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তির খবর সামনে এসেছে এবং রাজনৈতিক হিংসার কারণে প্রাণ গিয়েছে ১৬ জন মানুষের। সেই ভিত্তিতেই রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল।

জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছিল যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ হোক এবং যারা হিংসার বলি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। প্রয়োজনে সেনা নামিয়ে বাংলায় শান্তি ফিরিয়ে আনা হোক। এই জনস্বার্থ মামলার শুনানি হয় পাঁচ সদস্যের একটি বেঞ্চের কাছে। রাজ্যের তরফে জানানো হয়েছে যে কিছু হিংসার ঘটনার এফআইআর করা হয়েছে এবং সেইসব ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট স্বরাষ্ট্রসচিব দপ্তরকে নির্দেশ দিয়েছে যে আগামী সোমবারের মধ্যে হলফনামা জমা দিতে হবে।