দ্রুতই শিক্ষক নিয়োগ হবে, থাকবে না কোনও শূন্যপদ, আশ্বাস শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/03/2022   শেষ আপডেট: 22/03/2022 6:10 p.m.
ব্রাত্য বসু facebook.com/BratyaBasuCultural

দ্রুতই বাংলায় শিক্ষক নিয়োগ শুরু হবে : ব্রাত্য বসু

রাজ্যে (West Bengal) হবে দ্রুত শিক্ষক নিয়োগ। থাকবে না কোনও শূন্যপদ, আজ বিধানসভায় সাদা-নীল পোশাকের (School Uniform Controversy) বিতর্কের মাঝে এমনই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর কথায়, "আগামী দিনে রাজ্যে আর কোনও শূন্যপদ থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সব পদে নিয়োগ হয়। আমরাও সেই পথে এগোচ্ছি। দ্রুতই বাংলায় শিক্ষক নিয়োগ শুরু হবে।"

একইসঙ্গে শিক্ষক-শিক্ষিকারা যাতে নিজের জেলাতেই নিয়োগ পান সেই উদ্দেশ্যেই আরও একটি পোর্টাল তৈরি হচ্ছে বলেই এদিন জানান ব্রাত্য বসু। যদিও ঠিক কবে, এবং কত সংখ্যক শিক্ষক নিয়োগ হবে সে বিষয়ে স্পষ্ট করে মুখ খোলেননি ব্রাত্য বসু।

এদিন বিধানসভা অধিবেশনের উল্লেখ পর্বে স্কুলের পোশাক বিতর্ক প্রসঙ্গ তোলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। অভিযোগ করে তিনি বলেন, রাজ্য সরকার জোর করে স্কুলের পড়ুয়াদের জন্য বিশ্ব বাংলা লোগোর সমন্বয়ে নীল-সাদা পোশাক চালু করতে উদ্যোগী। এই বিষয়ে ব্রাত্য বসু সাফ বলেন, "কোনও জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। বিশ্ব বাংলা কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটা পশ্চিমবাংলার সকল মানুষের মধ্যে একীকরণ ঘটাবে।"