'তৃণমূলের গোটা দলটাই চোর', অনুব্রত মণ্ডলের কাণ্ডে বক্তব্য বিরোধীদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/08/2022   শেষ আপডেট: 11/08/2022 2:25 p.m.
facebook.com/AnubrataMondalOfficial

এখনও পর্যন্ত সিবিআইয়ের তরফে গ্রেফতারি প্রসঙ্গে কিছু জানানো হয়নি, সই করানো হয়নি অ্যারেস্ট মেমোতেও

গরু পাচার মামলায় বিপাকে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। যদিও এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাতে নারাজ তৃণমূল নেতারা। 'তদন্ত চলুক আইন মেনে। সঠিক সময়ে দল সিদ্ধান্ত নেবে'- এই তত্ত্বেই চলছেন তারা। তবে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "স্বচ্ছ ভাবে প্রশাসন চলে। সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়। তদন্ত তদন্তের মতো চলুক। সিবিআইয়ের জমে থাকা কেসের পাহাড়ও জানি। একেকটা তদন্ত শুরু করে শেষ করতে পারে না। দ্রুত তদন্ত শেষ করুক। দল নজরে রাখছে। সঠিক সময়ে ব্যবস্থা নেবে।"

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলছেন, "বন্যেরা বনে সুন্দর। চোরেরা জেলে। তৃণমূলের গোটা দলটাই চোর। এটা একটা চেইন বিজনেস। এই শৃঙ্খলের উপরই দলটা চলে।" দিলীপ ঘোষ বলেন, "বাংলার রাজনীতির স্বার্থে এই ধরনের নেতাদের শাস্তি পাওয়া দরকার। তাঁর যে দাম্ভিকতা, যে কথাবার্তা, তাতে শাস্তি পেতেই হত। তৃণমূলের খেলা শেষ হয়ে এসেছে।" অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন সুজন চক্রবর্তী।