ভোটের আগে জনৈক গুজরাটির কাছ থেকে উদ্ধার ৫ লাখ টাকা, চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/04/2021   শেষ আপডেট: 06/04/2021 5:40 a.m.

ময়দান মেট্রো স্টেশনের ঘটনা এটি

ভোটের আগে খাস কলকাতায় উদ্ধার টাকা ভর্তি ব্যাগ। ঘটনাটি ময়দান মেট্রো স্টেশনের। এই মেট্রো স্টেশনে ঢুকতে যাওয়ার সময়ে একজন অত্যন্ত সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশ। তারপর দেখা যায়, সেই ব্যক্তির কাছে একটি ব্যাগ আছে। ব্যাগ চেক করার জন্য যখনই পুলিশ বলে, তখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। ধরপাকড় করে তাকে হেফাজতে নেওয়ার পরে তার ব্যাগ পরীক্ষা করা হয়। আর সেই ব্যাগ থেকে উদ্ধার হয় কালো প্লাস্টিকে বন্দী ৫ লক্ষ টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কলকাতায় নির্বাচন ২৬ আর ২৯ তারিখ আর যাদবপুর, টালিগঞ্জের দিকে ভোট ১০ তারিখ। তার আগে এই এতগুলি টাকা নিয়ে এই মাঝবয়সি ব্যক্তি কোথায় যাচ্ছেন, সেটা নিয়েই উঠছে প্রশ্ন।

ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায়, তার নাম হলো ভাবিন রসিকলাল যোশী। তিনি আবার একজন গুজরাটি। তিনি কোন কাজে এই টাকা নিয়ে যাচ্ছিলেন, সেই নিয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। সবথেকে চাঞ্চল্য জনক ব্যাপার হলো টাকা তিনি ভোটের আগেই কেনো নিয়ে যাচ্ছিলেন, আবার এতটা সন্দেহজনক ভাবে? একজন জনৈক গুজরাটি ব্যক্তির এরকম করে ৫ লাখ টাকা নিয়ে যাওয়ার দরকার কি হলো, কিংবা কোথায় তিনি এই টাকা নিয়ে যেতে চেয়েছিলেন, সব কিছু নিয়েই বর্তমানে ধন্দে পুলিশ।