কোটি টাকার ওষুধ ইনজেকশন নষ্টের সম্ভাবনা, জরুরী বিজ্ঞপ্তি জারি করল বেলেঘাটা আইডি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/06/2021   শেষ আপডেট: 20/06/2021 4:44 p.m.
বেলেঘাটা আইডি হসপিটাল facebook.com/beleghataidbg/photos/241652226552795

স্বাস্থ্যদপ্তরকে এই কথা জানিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল

কোটি টাকার ওষুধ ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জাম নষ্ট হতে পারে বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital)। রাজ্য স্বাস্থ্য দপ্তরের (WB Health Department) ওয়েবসাইটে বেলেঘাটা আইডি হাসপাতাল তাদের ওষুদ ইনজেকশনের যে তালিকা প্রকাশ করেছে তা যথেষ্ট উদ্বেগজনক। আসলে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধ ইনজেকশনের দায়িত্বে থাকে রাজ্য স্বাস্থ্যদপ্তর। কোন ওষুধ নষ্ট হচ্ছে বা কোন ওষুধের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তা নির্দিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে জানাতে হয় সংশ্লিষ্ট প্রত্যেক হাসপাতালকে। তবে এই প্রথমবারের জন্য কোটি টাকার ওষুধ ইঞ্জেকশন এবং বিভিন্ন পথ্য নষ্টের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসলে বিভিন্ন সময়ে একাধিক সংস্থা বা ব্যক্তি সরকারকে নানা ধরনের ওষুধ দান করেন। সেই সমস্ত সামগ্রী হাসপাতালগুলিতে পাঠিয়ে দেয় স্বাস্থ্যদপ্তর। তেমনভাবেই বেলেঘাটা আইডিতে সামগ্রী পাঠানো হয়েছিল। কিন্তু এত দিনে তার ব্যবহার না হওয়ায় নষ্টের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে ওই সমস্ত ওষুধ না ব্যবহারের পিছনে মূলত দুটি কারণ আছে। প্রথমত এই ওষুধ ব্যবহারের মতো যথেষ্ট রোগী হাসপাতালে আসেনি। দ্বিতীয়তঃ যে সমস্ত রোগী এসেছেন তাদের এই ধরনের ওষুধ প্রয়োগ করার প্রয়োজন পড়েনি। তাহলে এখন প্রশ্ন কোটি টাকার ওষুধ কি তাহলে নষ্ট হবে? জানা গিয়েছে, আজ অর্থাৎ রবিবার বেলেঘাটা আইডি হাসপাতাল একটি বিজ্ঞপ্তি জারি করে এই সমস্ত ওষুধও অন্য হাসপাতলে পাঠাতে চেষ্টা করেছে। অন্য হাসপাতলে এই ধরনের ওষুধ প্রয়োজন পড়তে পারে। ওষুধের মেয়াদ ফুরানোর আগে যাতে ওষুধ ব্যবহার হয়ে যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর অন্য সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা না হলে ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে ফিরিয়ে দিয়ে নতুন ওষুধ নেবে রাজ্য সরকার।