২০-২২টি ওষুধ,পিঠে ব্যথা, লিভারের সমস্যা! কেমন আছেন অনুব্রত মণ্ডল?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/04/2022   শেষ আপডেট: 09/04/2022 8:31 p.m.
অনুব্রত মণ্ডল facebook.com/AnubrataMondalOfficial

এখনও পুরোপুরি সুস্থ নন অনুব্রত মণ্ডল

বুকে ব্যথা সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বর্তমানে এসএসকেএম হাসপাতালে (SSKM HOSPITAL) ভর্তি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শারীরিক অবস্থার গতকালের তুলনায় কিছুটা ভালো হলেও, এখনও পুরোপুরি সুস্থ নন তিনি, অন্তত এসএসকেএম হাসপাতাল এমনটাই বলছে। তাঁর দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানাচ্ছেন, প্রয়োজনে অক্সিজেন দিতে হচ্ছে অনুব্রতবাবুকে। সঙ্গে পিঠে ব্যথা রয়েছে তাঁর।

তবে পিঠে কেন ব্যথা? তা জানতে এমআরআই করতে চেয়েছিলেন চিকিৎসকরা। তবে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ভাল না থাকায়, তা সম্ভব হয়নি। যদিও থেমে নেই চিকিৎসকরা। বিকল্প পরীক্ষার কথা ভাবা হচ্ছে বলেই খবর। এ ছাড়াও সিটি স্ক্যান করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। যাবতীয় পরীক্ষার রিপোর্ট নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড।

ইতিমধ্যেই, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খবর এবং সমস্ত পরীক্ষার রিপোর্ট তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই মেডিক্যাল রিপোর্ট সহ বেশ কিছু নথি সিবিআইকে পাঠানো হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষের তরফে।

হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডল বর্তমানে সারদিনে ২০-২২টি ওষুধ খান। তাঁর রক্তচাপ এখনও অনিয়ন্ত্রিত। তবে রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। স্বাভাবিকের তুলনায় রক্তে শর্করার পরিমাণ এখনও বেশি। এছাড়াও লিভারের সমস্যাও দেখা গিয়েছে তাঁর।