"এবার নিজেদের প্রমাণ করুন", আনিস কাণ্ডে রাজ্য পুলিশকে বার্তা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/03/2022   শেষ আপডেট: 14/03/2022 1:56 p.m.
facebook.com/dipsita1993/

এটাই সঠিক সময় এবার নিজেদের প্রমাণ করুন : হাইকোর্ট

ছাত্র নেতা আনিস (Anis Khan Death) খানের মৃত্যু রহস্যের সমাধান হয়নি এখনও। আনিসের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে গেলেও, সিটের ওপরই আস্থা রাখছে রাজ্য সরকার (West Bengal Government)। ইতিমধ্যেই আনিসের দ্বিতীয়বারের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসে গিয়েছে। তবে তাতেও স্পষ্ট নেই, আনিসের মৃত্যুর কারণ। এদিন, সোমবার রাজ্য পুলিশের হাতে এই ঘটনার তদন্তভার রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

এদিন আনিস মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার মন্তব্য, "আনিস খানের হত্যার তদন্ত আপাতত পুলিশই করবে। এটাই সঠিক সময় এবার নিজেদের প্রমাণ করুন।"

শুধুমাত্র সিটের ওপরই তদন্তভার ছাড়েনি হাইকোর্ট। বরং আগামী একমাসের মধ্যেই তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। একইসঙ্গে পুলিশ যদি তদন্ত করতে ব্যর্থ হয়, তখন আদালত পরবর্তী পদক্ষেপ করবে।