আমফান খাতে খরচের হিসেব চেয়ে রাজ্যের উপর চাপ বাড়ালো কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/01/2021   শেষ আপডেট: 16/01/2021 3:51 a.m.
কলকাতা হাইকোর্ট

রাজ্যে ক্যাগ(CAG)-এর আধিকারিকরা— হাইকোর্টের হস্তক্ষেপ

ভোটের আগে রাজ্যের উপর আরও চাপ বাড়ালো কেন্দ্র। বারবার সরকারের বিরুদ্ধে আমফান তহবিলের টাকা তছরুপের অভিযোগ উঠছে প্রতিমুহূর্তে। এরই মাঝে রাজ্যে CAG আধিকারিকদের পাঠিয়ে কেন্দ্র আরও চাপে রাখলো রাজ্যকে। আদালত থেকে CAG-কে তিনমাস সময় দেওয়া হয়েছে তদন্ত শেষ করার জন্য। সেইমতো রাজ্যের আধিকারিকদের কাছে হিসেব চেয়ে চাপ বাড়াচ্ছেন CAG কর্তারা। অন্যদিকে রাজ্যের সর্বোচ্চ আদালতের পক্ষেও রাজ্যের কাছে হিসেব জমা দেওয়ার আর্জি জানানো হয়েছে। রাজ্য কবের মধ্যে সব হিসেব জমা করতে পারবে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

অন্যদিকে হাইকোর্টের কাছে এই মামলার পুনর্বিবেচনার দাবি জানিয়েছে রাজ্যের আইনজীবী। আর এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত CAG এর তদন্তের উপর স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ করা হয়েছে রাজ্যের তরফে। সোমবার এই মামলার শুনানি। ওইদিন বোঝা যাবে আমফান মামলায় রাজ্যের ভবিষ্যতে কি ঝুলছে।