উচ্চ প্রাথমিকে নতুন তালিকাতে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/07/2021   শেষ আপডেট: 08/07/2021 10:58 p.m.
আচার্য সদন https://www.facebook.com/pages/West-Bengal-Central-School-Service-Commissionsaltlake/1114025411960226

স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এর তালিকা প্রকাশ হওয়ার পরেও বিতর্ক পিছু ছাড়ছে না

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল উচ্চ প্রাথমিক এর ইন্টারভিউ এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। সেইমতো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু তার পরেও বিতর্ক পিছু ছাড়ছে না। এই নতুন তালিকা প্রকাশ হবার পরেও এই তালিকায় অনিয়ম আছে বলে অভিযোগ করেছেন অনেক চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার তালিকা প্রকাশের পরে চাকরিপ্রার্থীদের একাংশ স্কুল সার্ভিস কমিশনের দপ্তর এর বাইরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বলে খবর। তাদের মধ্যে অনেকে বলছেন, অনেক বেশি নম্বর পাওয়ার পরেও তালিকায় তাদের কোন নাম নেই। অনেকের আবার অভিযোগ শিক্ষাগত যোগ্যতার নম্বর অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়েছে।

অনেক প্রার্থী আবার অভিযোগ করছেন, তাদের নাম পাখিদের তালিকায় রয়েছে কিন্তু সেখানে কারণ হিসেবে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে তারা আপলোড করেন নি, যেখানে তাদের দাবি তথ্য আপলোড করার প্রমাণ তাদের কাছে রয়েছে। সব মিলিয়ে এই নতুন লিস্ট বের হবার পরেও বিতর্ক পিছু ছাড়ছে না। আগামীকাল দুপুর দুটোর সময় হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। সেখানে তারা নিজেদের দাবি এবং অভিযোগ পেশ করবেন বলে জানিয়েছেন ওই চাকরিপ্রার্থীরা। যদিও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের ভিত্তিতে কোন মন্তব্য করা হয়নি। তারা জানিয়েছে, এই মামলাটি সম্পূর্ণরূপে বিচারাধীন, তাই এই মুহূর্তে এই মামলা নিয়ে কোনো রকম মন্তব্য করা যাবে না।