প্রতিবাদ করায় অ্যাসিড হামলা, আক্রান্ত ৪

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/09/2021   শেষ আপডেট: 01/09/2021 9:02 a.m.

চোখ নষ্টের আশঙ্কা, পুড়ল ২ জন

অসামাজিক কাজের অভিযোগের প্রতিবাদে প্রতিবেশীর ওপর অ্যাসিড হামলা। ঘটনায় জখম ৪ জন। তাঁদের ভর্তি করা হয়েছে কলকাতার চিত্তরঞ্জম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, গীতা চৌধুরির চোখে অ্যাসিড লাগায় দৃষ্টি হারানোর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে স্বপ্না মণ্ডল ও ঝর্ণা হালদার নামে ২ মহিলার পিঠ পুড়ে গিয়েছে।

প্রতিবেশীদের অভিযোগ, আনন্দপুরের রেল কলোনি এলাকার বাসিন্দা গৌতম মিত্র ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে না থাকলে বন্ধুকে নিয়ে এসে অসামাজিক কাজকর্ম করে মেয়ে। এর ফলে পাড়ার বদনাম হচ্ছে।

এই অভিযোগ শোনার পরেই রাগে অগ্নিশর্মা হয়ে প্রতিবেশীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে গৌতম বাবু ও তাঁর স্ত্রী। ধীরে ধীরে লোক জমতে শুরু করলে আচমকাই অ্যাসিড ছোঁড়া হয় বাড়ির ভেতর থেকে। এতেই চারদিক ধোঁয়ায় ভরে চায়। অ্যাসিড হামলায় ৪ জন জখম হয়েছে। এই ঘটনার পরেই ছুটে আসে পুলিশ। গীতা চৌধুরির চোখে অ্যাসিড লাগায় দৃষ্টি হারানোর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে স্বপ্না মণ্ডল ও ঝর্ণা হালদার নামে ২ মহিলার পিঠ পুড়ে গিযেছে। জখম হয়েছে আরও একজন।