সংকটজনক পরিস্থিতি নিয়ে চিকিৎসাধীন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/11/2023   শেষ আপডেট: 02/11/2023 10:02 p.m.
By Financial Times - Flickr: FT Goldman Sachs Business Book of the Year Award 2011, CC BY 2.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=83082331

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা গুরুতর অসুস্থ। ভর্তি রয়েছেন বাইপাসের ধারের একটি হাসপাতালে। শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭, কাজেই বয়সজনিত অসুস্থতার মাঝেই বুধবার তিনি পড়ে গিয়ে মাথায় চোট পান। এই মুহূর্তে দেশে নেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মায়ের অসুস্থতার খবর পেয়ে শীঘ্রই কলকাতায় ফিরছেন তিনি।

এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে বিজয়ার সাক্ষাৎ সারেন মুখ্যমন্ত্রী। বাইরে বেরোতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আমি শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়কে দেখতে গিয়েছিলাম হাসপাতালে। উনি অধ্যাপিকা ছিলেন। নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা। আমার সঙ্গে বেশ কয়েকবার আলাপ, দেখাসাক্ষাৎ হয়েছে। তিনি অসুস্থ শুনে আমি গিয়েছিলাম দেখতে। অবস্থা খুবই সংকটজনক। যেমন দেখেছিলাম আগে, আর আজ যা দেখলাম, তার মধ্যে অনেক তফাৎ। দ্রুত সুস্থতা কামনা করি।"