আলিপুর চিড়িয়াখানার অন্দরে পশুপাখিদের জন্য গড়ে উঠবে হাসপাতাল, জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/06/2021   শেষ আপডেট: 15/06/2021 8:55 a.m.
-

সাজানো হবে সমগ্র চিড়িয়াখানা চত্বর

এবার আলিপুর চিড়িয়াখানাকে উন্নততর করতে তৎপর হল রাজ্য সরকার। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গতদিন চিড়িয়াখানা পরিদর্শন করেন এবং একইসাথে বেশ কিছুক্ষেত্রে উন্নয়নের বার্তা দেন। তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিঁনি জানান, এবার পশুপাখিদের জন্য চিড়িয়াখানার ভেতরেই গড়ে তোলা হবে মিনি হাসপাতাল যার ফলে বন্যপ্রাণীদের যেকোনো শারীরিক সমস্যায় দ্রুত প্রাথমিক চিকিৎসা করা যাবে। একইসঙ্গে তিনি বলেন, সাজানো হবে সমগ্র চিড়িয়াখানা চত্বর।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগামছাড়া সংক্রমণে সামাল দিতে বন্ধ রয়েছে আলিপুর চিড়িয়াখানা। তবে পরিস্থিতি স্বাভাবিকের পথে এবং খুব শীঘ্রই হয়তো সাধারণের জন্য খুলে দেওয়া হবে চিড়িয়াখানার দ্বার, জানান বনমন্ত্রী। এছাড়াও পশুপাখিদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি তাদের আশ্রয়ের সুরক্ষা নিশ্চিত করতে অত্যাধুনিক জাল লাগানো হবে তাদের খাঁচায়। থাকবে অনেক সংখ্যায় সিসিটিভির ব্যবস্থাও। এছাড়াও সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার এনে এই চিড়িয়াখানায় রাখার উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার, জানান জ্যোতিপ্রিয় মল্লিক। পর্যটন থেকে আয়ের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই আলিপুর চিড়িয়াখানা, তাই এর আধুনিকীকরণে কোনো প্রকার খামতি রাখতে চায়না রাজ্য।