বাড়িতে করোনায় আক্রান্ত ৩ জন, তিনতলা বারান্দা থেকে কাপড় বেয়ে নামতে গিয়ে পড়ে মৃত্যু বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/04/2021   শেষ আপডেট: 21/04/2021 11:25 p.m.

মর্মান্তিক ঘটনাটি কলকাতার হাজরাতে ঘটেছে

গোটা দেশজুড়ে যেমন করোনার দ্বিতীয় ঢেউ অতিষ্ঠ করে তুলেছে জনজীবনকে ঠিক তেমন বেহাল অবস্থা বাংলাতেও। প্রায় প্রতিদিন দৈনিক সংক্রমণ ও মৃত্যুহার লাফিয়ে বাড়ছে। বাংলায় বর্তমানে প্রতিদিন ১০ হাজারের কাছাকাছি আক্রান্ত হচ্ছেন। করোনার এই ভয়াবহতা দেখে উদ্বেগে রয়েছে গোটা রাজ্যবাসী। এরই মাঝে কলকাতার হাজরায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। জানা গিয়েছে হাজরাতে একটি বাড়িতে তিনজন করোনা আক্রান্ত হয়েছিল। সেই বাড়িতেই হোম আইসোলেশনে রাখা হয়েছিল এক বৃদ্ধকে। সেই বৃদ্ধ আতঙ্কিত হয়ে তিনতলার বারান্দায় থেকে কাপড় বেয়ে নিচে নামার চেষ্টা করে। বাড়ির বারান্দা থেকে বেশ কিছুক্ষন কাপড়ের দড়ি ধরে ঝুললেও শেষ পর্যন্ত তিনি বারান্দা থেকে নিচে পড়ে যায়। আর তাতেই মৃত্যু হয় ৮৭ বছরের ওই বৃদ্ধের।

ঘটনার পর পুলিশ ওই বৃদ্ধকে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটির তদন্ত করতে নেমে পুলিশ বেশ ধন্দে পড়েছে। আতঙ্কিত হয়ে তিনি বারান্দা থেকে কাপড় ধরে ঝুলে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন নাকি তিনি স্বতঃপ্রণোদিত ভাবে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তা বোঝার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই বৃদ্ধের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত করবে পুলিশ।