মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নামে ৬০ লাখের প্রতারণা কলকাতায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/01/2021   শেষ আপডেট: 17/01/2021 6:04 a.m.

অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখা

সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬০ লাখ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার হলেন তিলজলার বাসিন্দা অর্পিতা ঘোষ। এর আগেও একটি মঠের সন্ন্যাসীদের ১ কোটি ২৪ লাখ টাকা জালিয়াতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

২০১৮ সালে তপসিয়ার বাসিন্দা এক ছাত্র মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করতে পারেননি। মেধা তালিকায় ১ লাখেরও পড়ে থাকা ওই ছাত্র মেডিক্যাল কলেজে ভর্তির শখ মেটাতে প্রাণপণ চেষ্টা চালান। তখনই আলাপ হয় অর্পিতা ঘোষের সাথে। ৬০ লাখের বিনিময়ে ভর্তি হওয়ার প্রস্তাব দেন অর্পিতা। প্রস্তাব মেনে ওই ছাত্র বিহারের জমি এবং মায়ের গয়না বেচে ৬০ লক্ষ টাকা তুলে দেন অর্পিতার হাতে। কিন্তু তারপর ক্লাস শুরুর নাম করে রোজই তাদের ঘোরাতে থাকেন প্রতারকরা। অগত্যা পুলিশে অভিযোগ করেন প্রতারিত যুবক। অভিযোগ মোতাবেক অর্পিতা এবং তার স্বামী স্টিফেন বার্নার্ড ও অর্পিতার সঙ্গিনী বেবি সিমরন ওরফে সুকন্যাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।