ইডেনে গ্যালারিতে বসেই আইপিএল বেটিং চক্রের হদিশ, গ্রেফতার পাঁচজন বিহারের বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/05/2022   শেষ আপডেট: 26/05/2022 12:25 p.m.
https://twitter.com/SwapnilSwain2

ধৃতদের পাঁচজনের বাড়ি বিহারের, উদ্ধার হয়েছে ৭ টি মোবাইল

ইডেনের (Eden Gardens) মাঠে তখন আরসিবি বনাম লখনউ সুপার জায়েন্টের টানটান উত্তেজনা। চলছে আইপিএলের (IPL) প্লে অফের দ্বিতীয় ম্যাচ। সেখানেই চলছে বেটিং চক্রের অবৈধ লেনদেন। এক ফোনেই পগার পার। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ টাকার লেনদেন।

ঠিক কী ঘটেছিল এদিন? মাঠে খেলা চলাকালীন তিন সন্দেহভাজন ব্যক্তি ঘনঘন ফোন দেখছিলেন। মাঝে মাঝে ফোনালাপও চলছিল। সন্দেহ হয় পুলিশের। সূত্র মারফত আগে থেকেই খবর ছিল। আইপিএল চলাকালীন বেটিং চক্রের অভিযোগে তিনজনকে ইডেনে খেলার মাঠ থেকেই গ্রেফতার করল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর আরও ২ জনকে নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে কয়েকটি মোবাইল উদ্ধার হয়েছে।

ধৃতদের সকলেই বিহারের (Bihar) বাসিন্দা। আইপিএল বেটিং চক্রের মাধ্যমে অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। তিনজন গ্যালারিতে বসে খেলা দেখছিল, আর বাকি দু'জন নিউ মার্কেটের এক গেস্ট হাউস থেকে বেটিং চক্র চালাচ্ছিল বলে অভিযোগ। রীতিমতো জুয়ার আসর বসেছিল। যদিও শেষরক্ষা হয়নি। পুলিশি তৎপরতায় গ্রেফতার পাঁচজন।