সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে কলকাতায়, পরিস্থিতি সামলাতে বিশেষ বিমানে এল কোভিশিল্ড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/04/2021   শেষ আপডেট: 15/04/2021 2:29 a.m.
-

পুনে থেকে কলকাতা বিমান বন্দরে কোভিশিল্ড ভ্যাকসিন এর নতুন ৩ লক্ষ ফাইল নিয়ে আসা হয়েছে

বাংলায় নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিন্তু তার সাথে সাথেই শুরু হয়ে গেছে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ। কলকাতায় এই ঢেউ অত্যন্ত প্রবলভাবে আছড়ে পড়েছে এবং প্রতিদিন সয়ে শয়ে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাই এই পরিস্থিতিতে, রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পুনে থেকে কলকাতায় চলে এলো ৩ লক্ষ কোভিশিল্ড (CoviShield) ভ্যাকসিন। লকডাউন আপাতত হচ্ছে না', বরং উল্টো ভোটের কারণে একের পর এক জায়গায় বড় বড় জনসভা এবং মিটিং মিছিল হচ্ছে। নির্বাচনী প্রচারে একেবারে লাগামছাড়া ভিড় দেখা যাচ্ছে।

সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি কিছুই তেমন ভাবে মানা হচ্ছে না। সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপ পশ্চিমবঙ্গের। মাস্ক পরা মানুষ প্রায় ছেড়েই দিয়েছেন। দৈনিক সংক্রমণ বর্তমানে ৫,৮৯২ জন আর তার মধ্যে ১,৬০১ জন শুধুমাত্র কলকাতার। এই ভাইরাসের বাড়বাড়ন্ত বন্ধ করার জন্য একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন ভিড় কমাতে হবে এবং যদি কোথাও ভিড় বেড়ে যায় তাহলে নির্বাচন কমিশনকে ১৪৪ ধারা জারি করতে হবে। সবকিছু নিয়েই বর্তমানে কলকাতা এবং পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি অত্যন্ত খারাপ বলাই চলে।