করোনায় আক্রান্ত ট্রেনের চালক ও গার্ড, বাতিল হল শিয়ালদহের ২৯ লোকাল ট্রেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/04/2021   শেষ আপডেট: 19/04/2021 4:53 p.m.
By Arpan Sarkar - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=17605950

মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা নেবে রেল পুলিশ

চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ২ লাখ ৭৩ হাজার জনের। করোনার এমন পরিসংখ্যান গতবছরেও ছিল না। গোটা দেশের পাশাপাশি সংক্রমণে জর্জরিত বাংলা। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতা শহরে। ইতিমধ্যেই লাফিয়ে বেড়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ এবং মৃত্যুহার। এরমধ্যে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের একাধিক গার্ড এবং ট্রেনচালক করোনা আক্রান্ত হয়েছে।

রাজ্যের করোনা পরিস্থিতির কথা বিচার করে রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ শাখায় ২৯ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এরফলে নিত্যযাত্রীরা প্রবল সমস্যার সম্মুখীন হবে। তবে যাত্রী নিরাপত্তার স্বার্থে রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যাত্রীরা। আসলে কিছুদিন আগে যখন করোনা ফের বাড়তে শুরু করেছিল তখনই রেলযাত্রীদের করোনা বিধি মেনে চলতে বলেছিল। তবে জনসচেতনতার অভাবে মাস্ক ছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখে সবাই মেলামেশা করেছিল। এখন রেলের তরফে জানানো হয়েছে স্টেশনে বা ট্রেনে মাস্ক ছাড়া ধরা পরলে ৫০০ টাকা জরিমানা করবে রেল পুলিশ।