ভুয়ো কলসেন্টার খুলে প্রতারনাচক্র, বিধাননগর পুলিশের জালে মহিলা সহ ১২

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/08/2021   শেষ আপডেট: 19/08/2021 8:32 p.m.

মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকার প্রতারনা করত তারা

কেষ্টপুরে কলসেন্টার খুলে চলত প্রতারনাচক্র। শুধু এই রাজ্যেই নয়, ভিন রাজ্যও ছড়িয়ে ছিল প্রতারনার জাল। বৃহস্পতিবারই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তিনটি কলসেন্টারে হানা দিয়ে গ্রেফতার করল মহিলা সহ ১২-জনকে। পুলিশ সুত্রের খবর, কেষ্টপুর এলাকায় তিনটি কল সেন্টার খুলে রমরমিয়ে চলত প্রতারনার ব্যবসা। এমনকি কলসেন্টারগুলিতে নিয়োগ করা হয়েছিল বেশ কিছু বেকার যুবক-যুবতীদের। প্রতারনার জন্য অভিযুক্তরা সফট টার্গেট হিসাবে বেছে নিত ভিনরাজ্যের নাগরিকদের। মোবাইল টাওয়ার বসানোর অছিলায়, বিভিন্ন নম্বরে ফোন করে তারা প্রতারিতদের সঙ্গে যোগাযোগ করত। এরপর টাওয়ার লাগানোর প্রতিশ্রুতি দিয়ে তারা লক্ষাধিক টাকার প্রতারনা করত তাঁদের সঙ্গে। এদিন গ্রেফতারির পর ধৃতদের থেকে মোবাইল, প্যানকার্ড সহ বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে তিনটি স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছে বিধাননগর থানার পুলিশ।

উল্লেখ্য, বর্তমানে অনলাইনে প্রতারনার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগেই খোদ কলকাতার বুক থেকে হদিশ পাওয়া যায় ভুয়ো কলসেন্টারের। তারাতলায়, অ্যামাজনের নামে কলসেন্টার খুলে প্রতারনার ব্যবসা ফেঁদে বসেছিল প্রতারকেরা। তবে গোপনসুত্রে খবর পেয়ে কলসেন্টারে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাঁরা গ্রেফতার করেন ১১ জনকে।