সব মেডিক্যাল কলেজে এবার নজর রাখবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/07/2022   শেষ আপডেট: 29/07/2022 5:01 p.m.

দেশের সব মেডিক্যাল কলেজের মূল প্রবেশদ্বার-সহ ২৫টি স্থানে সিসিটিভি বসানোর ফরমান জারি করল কমিশন

বেনজির সিদ্ধান্ত চিকিৎসক মহলে। এবার সমস্ত মেডিক্যাল কলেজগুলির দৈনন্দিন কাজে সরাসরি নজরদারি চালাবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission)। কী ভাবে? সূত্রের খবর দেশের সব মেডিক্যাল কলেজের মূল প্রবেশদ্বার-সহ ২৫টি স্থানে সিসিটিভি বসানোর ফরমান জারি করল কমিশন। এই নির্দেশ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্কের ঝড়।

উল্লেখ্য, একটি মেডিক্যাল কলেজের অন্তত ২৫টি স্থানকে নির্ধারিত করা হয়েছে যেখানে সিসিটিভি বসাতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল : মেডিসিন, শল্য চিকিৎসা, স্ত্রী ও শিশুরোগ এবং অস্থিরোগের আউটডোর, ফ্যাকাল্টি লাউঞ্জ এবং উপস্থিতি এলাকা, লেকচার থিয়েটার ইত্যাদি।

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের চেয়ারম্যান ডা, সুরেশচন্দ্র শর্মা তাঁর প্রস্তাবে নির্দিষ্ট করে জানিয়েছেন, সিসিটিভিগুলি ডিভিআর ও উচ্চক্ষমতার নেটওয়ার্ক যুক্ত হবে। অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রঘুনাথ মিশ্র বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।