ডেল্টা প্লাসের বিরুদ্ধেও কার্যকরী ভারত বায়োটেকের Covaxin, জানাল ICMR

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/08/2021   শেষ আপডেট: 02/08/2021 5:18 p.m.
DTM, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons

দেশজুড়ে ইতিমধ্যেই ৭০ টি করোনা ডেল্টা প্লাস সংক্রমনের খবর পাওয়া গিয়েছে

চলতি বছরের শুরুর দিকে দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল করোনার (Corona) ডেল্টা প্রজাতি। অতিরিক্ত সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিল লেগে গিয়েছিল একাধিক রাজ্যে। সম্প্রতি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবারও বিজ্ঞানীরা মনে করছেন করোনার ডেল্টা প্রজাতি মিউটেশন করে ডেল্টা প্লাস প্রজাতি (Delta Plus Varient) তৈরি করেছে যা অত্যন্ত ভয়াবহ হতে পারে। ভারতের বুকে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই সরকারি পরিসংখ্যান অনুযায়ী ডেল্টা প্রজাতিতে দেশজুড়ে ৭০ জন আক্রান্ত হয়েছে। নতুন প্রজাতির জিন সিকোয়েন্সিং করার কাজ শুরু করে দিয়েছে ২৮ টি পরীক্ষাগার। এই পরিস্থিতিতে সবার কাছেই একটাই প্রশ্ন যে করোনার ডেল্টা প্লাস প্রজাতির বিরুদ্ধে কি আদেও কাজ করবে টিকাগুলি? এই প্রশ্নের উত্তর দিয়েছে আইসিএমআর (ICMR)। তাঁরা জানিয়েছে যে ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাক্সিন ডেল্টা প্লাস প্রজাতির বিরুদ্ধে কাজ করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, হায়দ্রাবাদের ভারত বায়োটেক জুলাই মাসে ঘোষণা করেছিল যে তাদের তৈরি কোভ্যাক্সিন ৭৭.৮ শতাংশ করোনার বিরুদ্ধে কার্যকরী এবং ডেল্টা ভেরিয়েন্ট এর বিরুদ্ধে কার্যকরী ৬৫.২ শতাংশ। এইজন্য এই ভ্যাকসিনকে ১৫ টি দেশ যেমন ব্রাজিল, ভারত অনেকদিন আগেই জরুরী ভিত্তিতে ছাড়পত্র দিয়ে দিয়েছিল। সম্প্রতি আরও ৫০ টি দেশ যেমন ফিলিপিনস, আরব আমিরশাহী জরুরী ভিত্তিতে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।