সুখবর! ১ লা মার্চেই ভারতে পৌঁছাচ্ছে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/04/2021   শেষ আপডেট: 27/04/2021 6:08 p.m.
স্পুটনিক ভি twitter.com/sputnikvaccine

করোনা ত্রাসে অতিষ্ঠ ভারতে ভ্যাকসিনেশন প্রক্রিয়া জোরকদমে চলছে

গোটা ভারতজুড়ে করোনা ভাইরাস প্যানডেমিকের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে প্রায় সাড়ে ৩ লাখ আক্রান্ত হয়েছেন। সেইসাথে কিছুদিন ধরে পাল্লা দিয়ে বাড়ছিল মৃত্যুহার। আজ অন্যদিনের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। সেইসাথে আরও একটি সুখবর আছে ভারতবাসীর জন্য। এবার রাশিয়া থেকে করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। আসলে করোনার এই ভয়াবহ পরিস্থিতির মাঝে গোটা দেশজুড়ে টিকাকরন প্রক্রিয়া চলছে। তবে চাহিদা অনেক বেশি থাকায় অনেক রাজ্যের হাসপাতালে ভ্যাকসিনের অভাব অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে জানা গেছে আগামী ১ লা মে ভারতে প্রথম ব্যাচ রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি পৌঁছে যাবে।

ভারতে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি প্রথম ব্যাচ আসার খবর দিয়েছেন রাশিয়ান ডিরেক্ট ইনভেসমেন্ট ফান্ড বা RDIF প্রধান কিরিল্ল ডিমিট্রিভ। তিনি জানিয়েছেন, "প্রথম ব্যাচ স্পুটনিক ভি ১ লা মে ভারতে পৌঁছে যাবে।" তবে প্রথম ব্যাচে কত পরিমাণ টিকা আসছে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে গরমের কথা মাথায় রেখে RDIF প্রতিমাসে ৫০ মিলিয়ন ডোজ তৈরি করবে ভারতের জন্য।