করোনার মৃদু উপসর্গ ঠিক হবে একদিন ওষুধ খেলেই, DCGI জরুরী ভিত্তিতে ছাড়পত্র দিল "ভিরাফিন" কে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/04/2021   শেষ আপডেট: 23/04/2021 6:09 p.m.
মেডিসিন ছবি সংগৃহীত

সম্প্রতি করোনা পরিস্থিতি বিচার করে DCGI ছাড়পত্র দিয়েছে "ভিরাফিন" ওষুধকে

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারতবাসীদের জন্য। প্রতি ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হচ্ছেন ৩ লাখের বেশি মানুষ। এই জরুরি অবস্থায় DCGI সম্প্রতি একটি ওষুধকে ছাড়পত্র দিয়েছে যার নাম "ভিরাফিন"। এই ওষুধ ভারতের জনপ্রিয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস ক্যাডিলার তৈরি করে। সংস্থার দাবি করেছে যে এই ভিরাফিন ওষুধ আসলে একটি অ্যান্টিভাইরাল ড্রাগ যা করোনা আক্রান্তের মৃদু উপসর্গ থাকলে ওষুধের মাধ্যমে একদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠতে পারবে। আসলে বর্তমানে ভারতে করোনা অ্যাক্টিভ কেস সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলিতে বেডের অভাব দেখা গেছে এবং কিছু জায়গায় টিকা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ব্রাক কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) "ভিরাফিন" ওষুধটিকে জরুরী ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রথম ঢেউতে চিকিৎসা করার জন্য ব্যবহার করা হতো হাইড্রক্সিক্লোরোকুইন, রেমডেসিভির ইত্যাদি ওষুধ। প্রথমে এই ওষুধগুলো কেউ জরুরিভিত্তিতে ছাড়পত্র দেয়া হয়েছিল। এবার নতুন মিউট্যান্ট স্ট্রেনের সাথে মোকাবিলা করার জন্য ছাড়পত্র দেওয়া হল ভিরাফিনকে। নতুন এই ওষুধটি চিকিৎসকরা হাতে পেলে তাদের করোনাযুদ্ধে বেশ সুবিধা হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।