অক্সিজেন কনসেনট্রেটরের জন্য পিএম কেয়ার ফান্ড থেকে বরাদ্দ টাকা, আসছে ১ লাখ কনসেনট্রেটর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/04/2021   শেষ আপডেট: 29/04/2021 5:12 a.m.
-

করোনা ভাইরাস পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) করলেন বড় ঘোষণা

ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রায় প্রতিদিন বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। একের পর এক জায়গায় অক্সিজেনের জন্য হাহাকার চলছে। তার মধ্যেই এবারে পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটরের জন্য বরাদ্দ ঘোষনা করে দিলেন মোদি। পিএম কেয়ার ফান্ড থেকে ১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর এর টাকা বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, ১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর সংগ্রহ করা হবে এবং যেসব রাজ্যে অক্সিজেনের ঘাটতি রয়েছে সেখানে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সারাদেশের করোনা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে দিল্লি, উত্তর প্রদেশ সহ একাধিক জায়গা থেকে করোনা রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা সামনে আসছে। দিল্লির বেশ কিছু হাসপাতাল সরাসরি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং নরেন্দ্র মোদিকে ট্যাগ করে অক্সিজেনের দাবি জানিয়েছেন। একের পর এক হাসপাতালে অক্সিজেনের অভাবে লোকজন মারা যাচ্ছে। তারই মধ্যে এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার কথা ঘোষণা করে দিলেন।